নারায়ণগঞ্জ: জেলার কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান হৃদয়সহ আট সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
মঙ্গলবার (০৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
এরআগে, সোমবার (০৭ আগস্ট) রাতে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ছয়টি ছোরা, একটি সুইচ গিয়ার চাকু, একটি রেজর (ক্ষুর) এবং ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।
আটকরা হলেন কাঁচপুর সেনপাড়া ইউনিয়নের হৃদয় (২৮), শাহজালাল (২৫), জুয়েল (২৬), রানা (২১), জাহাঙ্গীর আলম (২০), রাসেল (২১), সাগর (২৩) ও বন্দরের মদনপুরের রনি (২০)।
এদের মধ্যে হৃদয়ের দুইটি, শাহজালালের একটি, রানার একটি এবং সাগরের বিরুদ্ধে একটি সহ বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমআরপি/এসআইএ