ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ১৯ লাখ টাকার ইয়াবাসহ দুই কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ফরিদপুরে ১৯ লাখ টাকার ইয়াবাসহ দুই কারবারি আটক

ফরিদপুর: জেলায় ৬ হাজার ৩৯০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। ইয়াবাগুলোর আনুমানিক দাম প্রায় ১৯ লাখ টাকার বেশি।

মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে র‍্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

আটকরা হলেন, জেলার শিবরামপুরের মালেক শেখের ছেলে মো. হাবিবুর বাশার ওরফে সুমন শেখ (৩৮) ও জ্ঞানদিয়ার মৃত রহমান শেখের ছেলে মো. তুহিন শেখ (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক, দুটি মোবাইল ফোন ও নগদ প্রায় আট হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্নস্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।