ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গমাতা বাঙালি জাতির প্রেরণার উৎস: হুইপ ইকবালুর রহিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
বঙ্গমাতা বাঙালি জাতির প্রেরণার উৎস: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি জাতির প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

একই সময় স্মৃতিচারণ, দোয়া অনুষ্ঠান এবং কর্মক্ষম অসহায় ও অসচ্ছল নারী উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।  

হুইপ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ছায়ার মত অনুসরণ করা বেগম মুজিব জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁকে। বঙ্গমাতা প্রতিটি আন্দোলন-সংগ্রামে পেছনে থেকে বঙ্গবন্ধুকে উৎসাহ ও সাহস জুগিয়েছেন। তিনি যদি বঙ্গবন্ধুর পেছনে না থাকতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতে পারতো। দেশের নারী সমাজকে বঙ্গমাতার আদর্শকে অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। বঙ্গমাতা সমগ্র বাঙালি জাতির প্রেরণার উৎস।  

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাতা ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গমাতার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিস্ট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম প্রমুখ ।  

আলোচনা শেষে ১০০ জন কর্মক্ষম অসহায় অসচ্ছল নারী উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে  বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।