ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় গার্মেন্টস কর্মী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় গার্মেন্টস কর্মী নিহত

ঢাকা: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির নিচে চাপা পড়ে পারভিন আক্তার (৩৩) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।

বুধবার (৯ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ইপিজেডের রিমি গার্মেন্টসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

 

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আজহারুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি তাকে চাপা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ইউএইচএম লিমিটেড নামে পোশাক তৈরি কারখানার এইচআর বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ বিজন কুমার ও নিহতের খালাতো ভাই ইমরান হোসেন জানান, পারভীনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ওয়ারুক গ্রামের শামসুল হকের মেয়ে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের ইপিজেড সংলগ্ন মুজিববাগে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। সকালে বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।