ঢাকা: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাবা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুস সোবহানের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৯ আগস্ট)।
১৯৭৫ সালের এই দিনে তিনি রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন।
আবদুস সোবহানের জন্ম ১৯০১ সালের ২১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। তিনি একজন সফল আইনজীবী ছিলেন। ব্রিটিশ শাসনামলে কুমিল্লার আদালতে আইন পেশার মধ্য দিয়ে তাঁর পেশাগত জীবন শুরু হয়। এরপর তিনি ঢাকা হাইকোর্টে আইন পেশা শুরু করেন।
একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী হিসেবে পাকিস্তান আমল থেকে তিনি প্রশংসিত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টেও তাঁর অনেক খ্যাতি ছিল। মৃত্যুকালে আবদুস সোবহান দুই ছেলে ও চার মেয়ে রেখে যান। তাঁর এক ছেলে আবদুস সাদেক আবাহনী ক্লাবের সদ্য সাবেক পরিচালক।
তিনি বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক ছিলেন। গত ৫ আগস্ট তিনি ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ’ থেকে আজীবন সম্মাননা পুরস্কার পান। মরহুম আবদুস সোবহানের আরেক ছেলে আহমেদ আকবর সোবহান বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসআইএস