ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুরে ফেরা হলো না লাল্টুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
সিঙ্গাপুরে ফেরা হলো না লাল্টুর

মেহেরপুর: আর সিঙ্গাপুরে ফেরা হলো না মেহেরপুরের লাল্টু হোসেনের (৩২)। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় আসবাবপত্র বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।

 

এসময় আহত হয়ে হাসপাতালে আছেন তার বন্ধু সৌদি ফেরত মিনারুল ইসলাম। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাল্টু গাংনী উপজেলার কচুইখালি জুগিন্দা গ্রামের আহমেদ আলীর ছেলে। আহত মিনারুল ইসলাম একই গ্রামের জামাল শাহর ছেলে।

আহত মিনারুল ইসলামকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে তার পরিবার জানিয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে লাল্টু ও মিনারুল মোটরসাইকেলে করে বারাদি থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে আমঝুপি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক লাল্টু মারা যান। এসময় আহত হন তার বন্ধু মিনারুল। এ ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।  
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত মিয়ারুলকে হাসপাতালে নেয়।  

ধানখোলা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুস সামাদ জানান, লাল্টু হোসেন সিঙ্গাপুর এবং মিনারুল ইসলাম সৌদি আরবে ছিলেন। তারা দুজনই সম্প্রতি দেশে আসেন। অল্প কিছুদিনের মধ্যেই তাদের আবার বিদেশে ফেরার কথা ছিল।  

তিনি আরও জানান, নিহত লাল্টু হোসেনের বড় ভাই আব্বাছ আলী (৩৫) গত তিন মাস আগে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মাত্র তিন মাসের ব্যবধানে মোটরসাইকেল দুর্ঘটনায় একই সড়কে নিহত হলেন আপন দুই ভাই।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।