ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে নাশকতার মামলায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
মুজিবনগরে নাশকতার মামলায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুরে অভিযান পরিচালনা করে নাশকতা মামলায় অভিযুক্ত দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।

বুধবার (০৯ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (০৮ আগস্ট) দিনগত রাতে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম।

গ্রেপ্তাররা হলেন- মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের একছেদ আলীর ছেলে সোহেল রানা (৩৭) ও একই উপজেলার খানপুর গ্রামের মো. মোসলেম উদ্দীনের ছেলে ইলিয়াছ হোসেন (৩৬)। তাদের মধ্যে সোহেল রানা জামায়াতের দারিয়াপুর ওয়ার্ড সভাপতি ও রাজনৈতিক সেক্রেটারি এবং ইলিয়াছ হোসেন সমাজসেবা বিষয়ক সম্পাদক।

জানা গেছে, ওই দুই নেতার নামে নাশকতার অভিযোগে মুজিবনগর থানায় একাধিক মামলা আছে। তার মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)২৫-ডি ধারায় পুলিশের দায়ের করা মামলা নম্বর ১১, তারিখ ২৪/০১/২০২৩ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।