ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

একদিন পর মিলল নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
একদিন পর মিলল নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোসল করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর শিহাব সরকার (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

বুধবার (৯ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পানিতলা এলাকায় গাংনই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ শিহাব রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। তিনি শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ হয় শিহাব।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শিহাব চার বন্ধুসহ নদীতে গোসল করতে যান। সেখানে পানিতলা ব্রিজের ওপর থেকে খালের পানিতে ঝাঁপ দিলে অন্য চার বন্ধু উঠতে পারলেও নিখোঁজ হয় শিহাব। গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হয়ে দীর্ঘ সময় চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি।  

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, নদীতে পানির গভীরতা অনেক বেশি থাকায় সন্ধ্যা সাতটা পর্যন্ত নিখোঁজ শিহাবকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় সেদিনের মত উদ্ধার অভিযান শেষ ঘোষণা করা হয়।  

পরদিন বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযানে নামেন। একপর্যায়ে দুপুর পৌনে ১২টার দিকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।