ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক বাড়াতে ঐকমত্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক বাড়াতে ঐকমত্য

ঢাকা: ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বুধবার (৯ আগস্ট) ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী বৈঠকে প্রথমেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করেন।

তিনি রাষ্ট্রদূতকে হ্যানয়ে কর্মকালীন দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, পিপল টু পিপল কানেকটিভিটি এবং সর্বোপরী দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রশংসা করেন। বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতকে তার বিশেষ ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন যে, তার সুদীর্ঘ কর্মকালীন তিনি ভিয়েতনাম ফরেন অফিস ও অন্যান্য সকল সরকারী অফিস এবং সামাজিক ও অর্থনৈতিক সংস্থাসমূহের যে ব্যাপক সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছেন, তাতে করে তিনি দুই দেশের সর্বোপরি দ্বি-পাক্ষিক বিষয়সমূহের উন্নয়ন ও বিকাশে একনিষ্ঠভাবে কাজ করতে পেরেছেন।

রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, ২০১৭ সালে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার  সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশেষভাবে নির্দেশ দেন যেন তিনি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যেকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে বেগবান করেন। বিগত বছরগুলোতে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক উন্নয়নে দূতাবাস ও রাষ্ট্রদূত নিরলস কাজ করেছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, ২০১৭ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৭০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২ সালে এসে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের ঊর্ধ্বে উন্নীত হয়েছে।

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে ভিয়েতনামিজ বিনিয়োগ বৃদ্ধির জন্য বিশেষভাবে অনুরোধ করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আঞ্চলিক-আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে জাতিসংঘে উভয় দেশ পরস্পরকে সহযোগিতা ও সমর্থন করে যাবে।

এ বিষয়ে রাষ্ট্রদূত একাত্মতা জানিয়ে ভিয়েতনামকে বিশেষভাবে অনুরোধ করেন, বাংলাদেশকে আসিয়ান ফোরামের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করার জন্য। আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে ভিয়েতনাম এক আঞ্চলিক লিডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবশেষে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামিনা নাজকে তাঁর পররবর্তী কর্মস্থল কায়রোতে যোগদানের লক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি ভিয়েতনামে সাফল্যজনকভাবে তার দীর্ঘ কর্মকালীন অবদানের জন্য পূণরায় ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।