বান্দরবান: বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এই ত্রাণ সহায়তা দেন।
এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ শুরু করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট। দুপুর ৪টায় বান্দরবানের আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে রেডক্রিসেন্টের সদস্যরা বন্যা দুর্গতের এই বিশুদ্ধ পানি দেন। এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
আরএ