ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বেলাবতে শিক্ষার্থীকে হয়রানি করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
বেলাবতে শিক্ষার্থীকে হয়রানি করায় যুবকের কারাদণ্ড

নরসিংদী: নরসিংদীর বেলাবতে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে শারীরিকভাবে হয়রানি করার অপরাধে রাব্বি মিয়া (৩৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৯ আগস্ট) দুপুরে বেলাব থানা পুলিশ অভিযুক্ত রাব্বি মিয়াকে নরসিংদী জেলহাজতে পাঠায়।

এর আগে গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা এ সাজা দেন।  

সাজাপ্রাপ্ত রাব্বি মিয়া উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ গ্রামের মো. আলকাছ মিয়ার ছেলে।  

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় বেলাব থানার বিএম ল্যাবরেটরি স্কুল থেকে কোচিং শেষ করে ওই স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রী (১১) ও তার আরেক ছেলে সহপাঠী বাসায় ফেরার উদ্দেশে অটোরিকশায় ওঠে। এসময় অভিযুক্ত রাব্বি মিয়া তার কোমরে ব্যথা আছে বলে ওই ছাত্রীর ছেলে সহপাঠীকে অটো চালকের সঙ্গে বসিয়ে সে মেয়েটির সঙ্গে বসে। পরে সে অটোরিকশায় উঠে জোরপূর্বক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অটোরিকশা থেকে নেমে যায়। পরে বাসায় গিয়ে ওই ছাত্রী কান্নাকাটি করে তার অভিভাবকদের বিষয়টি জানালে তারা বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। পরে নির্বাহী কর্মকর্তা সিসি টিভির মাধ্যমে ইভটিজার রাব্বিকে শনাক্তের পর বেলাব থানা পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা বলেন, অভিযুক্ত যুবক মেয়েটিকে শারীরিকভাবে হয়রানি করে। সিসি টিভির মাধ্যমে তাকে শনাক্ত করে এক বছরের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।