ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
খাগড়াছড়িতে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বন্যার পানিতে ডুবে রেজবিন চাকমা (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে জেলা সদরের কমলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিকেলে চট্টগ্রাম থেকে ডুবুরির দল এসে তার মরদেহ উদ্ধার করে।

রেজবিন দয়া মোহন কারবারীপাড়ার রেককিত চাকমার ছেলে ও খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।  

খাগড়াছড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটন তালুকদার জানান, রেজবিন চাকমা বন্ধুদের সঙ্গে কমলছড়ি এলাকার বন্যার পানি ও নবনির্মিত চেঙ্গী ব্রিজ দেখে বাড়িতে ফেরার পথে পাইলটপাড়া লাতু ব্রিকস ফিল্ড এলাকায় বন্যার পানিতে ভেসে যায়।
 
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলেটিকে উদ্ধার করার জন্য চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।