চাঁদপুর: নৌ-পথের নিরাপত্তা আরও জোরদার ও নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ৮টি বাল্কহেড জব্দ ও ২১টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম।
বুধবার (৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।
অভিযান চলাকালীন অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান। এই অভিযান বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর রাত পর্যন্ত চলবে। রাতে বাল্কহেডের কারণে দুইদিন আগে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামানসহ নৌ পুলিশের আরও কর্মকর্তা অভিযানে উপস্থিত ছিলেন।
বাংলদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
আরএ