ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমন বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
বাগেরহাটে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমন বিষয়ক কর্মশালা

বাগেরহাট: বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের নিয়ে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) সকালে সদর উপজেলার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশের (ডব্লিউসিএস) এই কর্মশালার উদ্বোধন করেন যশোর অঞ্চলের বন সংরক্ষক এস এম জহির উদ্দীন আকন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল, ডব্লিউসিএস-এর সিনিয়র উপদেষ্টা মো. তরিকুল ইসলাম, ডব্লিউসিএস-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. জাহাঙ্গীর আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, ডব্লিউসিএস-এর নাদিম পারভেজ, সামিউল মোহসানিন প্রমুখ।

কর্মশালা শেষে বিকেলে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বাগেরহাট ও খুলনার ৩২ জন গণমাধ্যমকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় বন্যপ্রাণী পাচার রোধে কৌশল, বন্যপ্রাণীর সংরক্ষণের গুরুত্ব, বন্যপ্রাণী রক্ষা সম্পর্কিত বিভিন্ন আইন ও দেশি-বিদেশি সংস্থার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।