গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী জোসনা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মোহাম্মদ আলী ঘরের চাল মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় তেমন কোনো সাবধানতা অবলম্বন করা হয়নি। কিন্তু কিছুক্ষণ পরে বিদ্যুৎ এলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সঙ্গে টিনের সংস্পর্শে টিনসহ বিদ্যুতায়িত হন তিনি।
ঘটনাটি দেখতে পেয়ে তার স্ত্রী জোসনা বেগম তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্বজনরা ওই দম্পতিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্ত্রী জোসনাকে মৃত ঘোষণা করেন।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান মোমতাজ আলীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এএটি