ময়মনসিংহ: ময়মনসিংহে জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি পাগলা কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে নারী-পুরুষ ও শিশুরা রয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলানিউজকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন নগরীর সূর্যকান্ত (এস কে) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞানন্দ নাথ।
তিনি আরও জানান, নগরীর গোইলকান্দি ও জামতলা এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে ৪০ জন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও সম্প্রতি ময়মনসিংহে কুকুর, বিড়াল ও শিয়ালের আক্রমণ বেড়েছে। ফলে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দিতে হচ্ছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘটনার সাথে সাথে আক্রান্ত স্থান ভালো ভাবে কাপড় ধোঁয়ার সাবান দিয়ে ধুঁয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নগরীর একাধিক ব্যক্তিরা জানান, বিগত কিছুদিন ধরে নগরীর রামবাবু রোড, শিববাড়ি, দুর্গাবাড়ি, নতুন বাজার এবং ধোপাখোলা, চড়পাড়া ও মাসকান্দা এলাকায় কুকুরের দাপট বেড়েছে। প্রায় সময়ই এরা দলবেঁধে পথচারীদের বিরক্ত করছে। সেই সঙ্গে বাসাবাড়িতেও কুকুরের উপদ্রব বেড়েছে।
কুকুরের কামড়ে আহত শিউলী আক্তার বলেন, সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জামতলা মোড়ে একটি কুকুর আমার পায়ে হঠাৎ করে কামড়ে ধরে। এ সময় কুকরটি আমার ডান পায়ের হাঁটুর নিচের অংশের মাংস ছিড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে এস কে হাসপাতালে নিয়ে গেলে দেখি আমার মত আরও অনেকেই কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে।
গোহাইলকান্দি খন্দকার বাড়ির শাহনাজ বেগম নামে আহত অপর এক নারী জানান, সকালে বাড়ি থেকে বের হতেই একটি কুকুর এসে আমাকে কামড় দেয়। এ সময় আরও ২০ জন আহত হয়।
শফিকুল ইসলাম নামে আরও এক ব্যক্তি জানান, একটি পাগলা কুকুর এ ঘটনা ঘটিয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলেছে।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি নগরীতে কুকুরের উপদ্রব বেড়েছে। অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
আরএ