নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে ২৫০টি ইয়াবা ট্যাবলেটসহ মিশু সিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (০৯ আগস্ট) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান বলেন, মিশু সিকদার প্রভাবশালী পরিবারের সদস্য। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার কারবার করে আসছিলেন। প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাকে ধরা যাচ্ছিল না। পরে একাধিক সোর্সের মাধ্যমে নিশ্চিত করে পুলিশের একাধিক টিম মিশু সিকদারের বাড়ি ঘেরাও করে ফেলে। এই সময় তার বাড়ি তল্লাশি করে ২৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এমআরপি/এসআইএ