ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বছিলায় শিক্ষার্থীসহ দুইজন ছুরিকাঘাতে আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
বছিলায় শিক্ষার্থীসহ দুইজন ছুরিকাঘাতে আহত

ঢাকা: রাজধানী মোহাম্মদপুর বসিল এলাকায় ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থীর সহ দুইজন আহত হয়েছে। তারা হলেন স্কুল শিক্ষার্থী পারভেজ হোসেন (১৬) ও দোকান কর্মচারী মেহেদী হাসান (২০) বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা তিনটার দিকে বসিলা শাহিনুর জামে মসজিদের পাশে এই ঘটনাটি ঘটে। স্কুল শিক্ষার্থীর বাবার নাম মোফাজ্জল হোসেন। পরিবারের সাথে সে বসিল এলাকায় থাকে। স্থানীয় একটি স্কুলে সে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে।

স্কুল শিক্ষার্থী একটি চা দোকানে বসা অবস্থায় চার-পাঁচজন এসে তাকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। তবে কি কারণে তার ওপর হামলা হয়েছে এই বিষয়ে আহত শিক্ষার্থী কিছু জানাতে পারেনি।

 পারভেজ জানায়, এর আগে সে মাদ্রাসায় লেখাপড়া করতো। এই বছর তিনি প্রথম স্কুলে ভর্তি হয়েছে।

হাসপাতালে তার সঙ্গে থাকা মামা সোহেল জানান, তার বোনের ছেলের ওপরে হামলা কারা করেছে এ বিষয়ে এখনো কিছুই জানতে পারেনি। সে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

এদিকে অপর আহত মেহেদী হাসানের বড় ভাই নাজমুল হাসান জানান, তার ভাই একটি কোম্পানিতে চাকরি করে এবং মার্কেটিংয়ে কাজ করে। মোহাম্মদপুর সিটি হাউসিং থেকে বাইসাইকেল যোগে তার ছোট ভাই মেট্রো হাউজিংয়ে যাচ্ছিল তার বাসায়। তখন বসিলা এলাকায় ছুরিকাঘাতে সে আহত হয়। এ হামলার পিছনে কারা দায়ী?  এই বিষয়ে সে কিছুই জানাতে পারেনি। তবে অপর আহত পারভেজকে নাজমুল চিনে না বলে দাবি করেন।

প্রথমে আহত মেহেদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে পরে সন্ধ্যার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত মেহেদী বাবার নাম জামাল।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীর পিঠে মাথায় আঘাত ও মেহেদির হাসানের পেটে ও দুই পায়ে আঘাত আছে।

এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক বলেন, সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনার অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।