কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ভবিষ্যতে যেন আর বন্যা না হয় সেজন্য মাতামুহুরী নদী ড্রেজিং ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে কক্সবাজারের বন্যাকবলিত চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা জানান।
কক্সবাজারের বন্যাকবলিত এলাকা ঘুরে ফসলি জমি, মাছের ঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্যাভাবের চিত্র দেখতে পেয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।
এর আগে চকরিয়ার কাকারায় আড়াইশো পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য তাজুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান প্রমুখ।
প্রতিমন্ত্রী চকরিয়ার কর্মসূচি শেষে পেকুয়ায় যান। সেখানেও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
সেখানে তিনি বলেন, আমাদের সরকারের ডেল্টা প্ল্যান আছে, আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের বেড়িবাঁধের দাবির কথা শুনেছি। ইনশাআল্লাহ সেটা আমরা করবো।
প্রধানমন্ত্রী আপনাদের খোঁজ-খবর নিতে বলেছেন, আমরা এসেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা প্রয়োজনীয় সহায়তা দেব। শুধু তাই নয়, আপনারা তালিকা দেন প্রয়োজনে বন্যাকবলিতদের সরকার এক মাস খাওয়াবে। বন্যাকবলিতদের জন্য সরকার সব সহযোগিতা দিতে প্রস্তুত আছে। যোগ করেন- প্রতিমন্ত্রী।
পেকুয়া উপজেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান। এ সময় এলাকার সার্বিক চিত্র তুলে ধরেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।
পরে প্রতিমন্ত্রী পেকুয়া উপজেলার বন্যাবলিত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এসবি/আরবি