ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় বাইক আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা ব্রিজ এলাকায় বাসচাপায় আইয়ূব (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (১০ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আইয়ূব ওই উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার গ্রামের মৃত জানু ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আইয়ূব মোটরসাইকেল চালিয়ে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলেন। পথে ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা আখাউড়ামুখী দিগন্ত পরিবহনের একটি বাস। এতে গুরুতর আহত হন আইয়ূব। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, মরদেহটি সদর হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।