ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
আড়াইহাজারে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, সুইচ গিয়ার ও চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শ্রীনিবাসদী এলাকার লেকত আলীর ছেলে ইয়াসিন (২৪), শালমদী এলাকার হাসান আলীর ছেলে মিলন (২৭) ও গহরদী এলাকার আফাজ উদ্দিন ডাকাতের ছেলে শাহজালাল (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন ডাকাতির জন্য তারা পরামর্শ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালাকান্দি এলাকায় উপস্থিত হলে ডাকাতরা পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৫ থেকে ৬ জন ডাকাত পালিয়ে যান।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাড়িতে, ব্যবসায়ী বা আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিলেন। তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।