ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

অটোরিকশার চাকা খুলে প্রাণ গেল নারীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:০৭ পিএম, আগস্ট ১২, ২০২৩
অটোরিকশার চাকা খুলে প্রাণ গেল নারীর ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন সামন্তপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকা খুলে এক নারী যাত্রী নিহত হয়েছেন।  

শনিবার  (১২ আগস্ট) দুপুরে সামন্তপুর তিন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম (৩৫) গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।  

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন মনোয়ারা বেগম। একপর্যায়ে সামান্তপুর তিন সড়ক এলাকায় পৌঁছালে চলন্ত অটোরিকশার পেছনের চাকা খুলে যায়। এতে অটোরিকশাটি এক দিকে কাত হয়ে মনোয়ারা বেগম নিচে পড়ে যায়।

এ সময় তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা আগস্ট ১২, ২০২৩।
আরএস/জেএইচ

বাংলাদেশ সময়: ৬:০৭ পিএম, আগস্ট ১২, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।