ঢাকা: রাজধানীর মিরপুরে হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহাসীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুরে টেকনিক্যাল মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই পুরুষ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।
মোহাম্মদ মহাসীন বলেন, তারা দীর্ঘদিন ধরে হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিলেন। এদের মধ্যে কয়েকজন বিবাহিত। পরিবার-সন্তানও আছে। পাপ্পু হিজড়া তাদের গুরুমাতা হিসেবে আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, এ পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে তাকে জনপ্রতি প্রতিদিন ৬০০ টাকা করে দিত। আজ টেকনিক্যাল মোড়ে তাওহিদ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর পথ গতিরোধ করে টাকা দাবি করেন তারা। এ সময় তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এজেডএস/আরবি