ঢাকা: দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধ করতে না পারলে যত উন্নয়ন করা হোক না কেন, তা দিয়ে সুস্থ ধারার জাতি বিনির্মাণ কখনোই সম্ভব নয় বলে মনে করে যুব উন্নয়ন সংসদ ঢাকা।
শনিবার (১২ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব উন্নয়ন সংসদ ঢাকার উদ্যোগে বাংলাদেশের নিরাপদ সার্বভৌমত্ব প্রয়োজন সৎ, যোগ্য ও দক্ষ যুব নেতৃত্ব- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
আন্তর্জাতিক যুব দিবসে যুব উন্নয়ন সংসদ ঢাকার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর মোড়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, যুবকরাই দেশ স্বাধীন করেছে। মাদক ও সন্ত্রাসের কারণে দেশের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না।
মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং আব্দুস সাত্তার সুমনের সঞ্চালনায় র্যালির আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল আমিন গাজী, পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ডিইউজের সাবেক সভাপতি কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. আব্দুল মান্নান।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
ইএসএস/এসআইএস