ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাবেক মার্কিন ২ কূটনীতিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন শাহরিয়ার আলম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, আগস্ট ১২, ২০২৩
সাবেক মার্কিন ২ কূটনীতিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন শাহরিয়ার আলম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (ফাইল ছবি)

ঢাকা: ঢাকায় দায়িত্ব পালন করা সাবেক দু’জন মার্কিন কূটনীতিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

তিনি বলেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলিয়াম ও কূটনীতিক জন ড্যানিলোভিজ নিরপেক্ষ নন।

ঢাকায় দায়িত্ব পালনের সময়ও তারা কখনোই  নিরপেক্ষ ছিলেন না।  

শনিবার (১২ আগস্ট) টুইটারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহকারী প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারির সঙ্গে এই দুই কূটনীতিকের সম্পৃক্ততার একটি ভিডিও স্টোরি শেয়ার করেন।

টুইটারে প্রতিমন্ত্রী বলেন, সবার জানা উচিত এই সাবেক কূটনীতিকরা নিরপেক্ষ নন। তারা ঢাকায় চাকরি করার সময়ও নিরপেক্ষ ছিলেন না। প্রশ্ন হল, তারা কি এটা বিনামূল্যে করছেন? তা না হলে তাদের টাকা কে দিচ্ছে? কেন, এই উত্তর আমরা জানি।

উল্লেখ্য, উইলিয়াম বি মাইলিয়াম ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। আর জন ড্যানিলোভিজ ঢাকায় দুইবার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক শাসনামলে ঢাকায় ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৫৫ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।