ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

প্রবাসী রুবেল দেশে ফিরলেন লাশ হয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
প্রবাসী রুবেল দেশে ফিরলেন লাশ হয়ে রুবেল শেখ

রাজবাড়ী: মালয়েশিয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা রুবেল শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে পৌঁছেছে।  

রোববার (১৩ আগস্ট) ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পারকুল গ্রামে তার মরদেহ পৌঁছায়।

নিহত রুবেল ওই গ্রামের শাহাদাত শেখের ছেলে। সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে ফোনের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে দেখার আগেই রুবেলের মৃত্যু হয়।  

রুবেলের ভগ্নিপতি ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, তার শ্যালক রুবেল ৬ বছর ধরে মালয়েশিয়ায় চাকরি করেন। সম্প্রতি বিয়ে করেছেন মোবাইল ফোনে।  
গত ২৭ জুলাই মালয়েশিয়া থেকে রুবেলের স্ত্রী তৃপ্তির কাছে ফোনে সহকর্মী জসিম জানান, ২৬ জুলাই রাত ১১টা ৫৭ মিনিটে রুবেল গলায় ফাঁস নিয়ে মারা গেছেন। এ সময় তৃপ্তির ফোনে রুবেলের ঝুলন্ত মরদেহের ছবি তুলে পাঠান জসিম। ভোরে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছেছে। তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।