ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খোঁজ মিলছে না স্কুলছাত্রী সুবার, উদ্ধারচেষ্টায় পুলিশ-র‌্যাব-গোয়েন্দারা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
খোঁজ মিলছে না স্কুলছাত্রী সুবার, উদ্ধারচেষ্টায় পুলিশ-র‌্যাব-গোয়েন্দারা আরাবি ইসলাম সুবা

ঢাকা: মায়ের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছে আরাবি ইসলাম সুবা (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। তার খোঁজ চেয়ে রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সুবাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বাংলানিউজকে বলেন, সুবার মা ক্যানসার রোগে আক্রান্ত বলে আমরা জানতে পেরেছি। মেয়েটি বরিশালে থাকে, সেখানে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।

ওসি জানান, পরিবারের তরফ থেকে জিডি করার পরপরই তাকে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দারা মিলে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ারে মেয়েটি একটি ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করছে। আইনশৃঙ্খলা বাহিনী মেয়েটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের সুবা। উঠেছিল আত্মীয়ের বাসায়।  

ওই বাসা থেকে বেরিয়ে ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সুবা। তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজিব সোমবার সন্ধ্যায় আদাবর থানায় জিডি করেন তিনি।

পুলিশ বলছে, নিখোঁজ হওয়ার আগে সুবার সঙ্গে তার এক আত্মীয় ছিলেন। তখন তাকে (ওই আত্মীয়কে) বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে, সুবা নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্বেগ দেখা গেছে। তার স্বজন ও পরিবারের পরিচিতরা ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েটিকে ফিরে পেতে সবার সহায়তা কামনা করেছেন।

তাদের ধারণা, মেয়েটি কোনো কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।