ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ, ১০ ঘণ্টা পর ভেসে উঠল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, আগস্ট ১৩, ২০২৩
নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ, ১০ ঘণ্টা পর ভেসে উঠল মরদেহ

বরিশাল: বরিশালের গৌরনদীর পালরদী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

১০ ঘণ্টা পর ওই যুবকের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।

রোববার (১৩ আগস্ট) বেলা ১১টার সময় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।

শুক্রবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার পালরদী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় যুবক মে সালাহউদ্দিন প্যাদা (৩৫)। তিনি দিয়াশুর এলাকার জব্বার প্যাদার ছেলে।

প্রত্যক্ষদর্শী চায়ের দোকানি রুবেল জানান, রাত সাড়ে ১১টার দিকে একজন লোক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে যাচ্ছে দেখে টর্চ লাইটের আলো জ্বালানো হয়। তখন দুইজন লোক বলে লাইট বন্ধ করো। আমরা থানা থেকে এসেছি। তারপর ভয়ে লাইট বন্ধ করে ফেলেছি। তারা পুলিশ ছিল কিনা জানি না।

গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইখতিয়ার হোসেন বলেন, শুক্রবার গভীর রাতে কারা যেন তাকে ধাওয়া দিয়েছে। তখন সালাহউদ্দিন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, রাত সাড়ে ১২টার দিকে দৌড়ে খালে ঝাপ দিলে আর পাড়ে উঠতে পারে নি। এর পর নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে তার নেতৃত্বে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারফাইটারদের একটি টিম নিয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে যান। রাতে প্রাথমিক অনুসন্ধান করে পাননি তারা। পরে বরিশাল নদী স্টেশন থেকে ডুবরী ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু তারাও খুজে পায়নি।  রোববার বেলা ১১টার দিকে আঁড়িয়াল খাঁ নদীর মিয়ার চর এলাকায় মরদেহ ভেসে উঠে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের ধাওয়ায় নিখোঁজ হয়নি দাবি করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, শুক্রবার রাতে নিখোঁজ হয়েছে। যদি পুলিশের ধাওয়ায় নিখোঁজ হতো তাহলে কেউ না কেউ আপনাদের কাছে বলতো। কারা ধাওয়া করছে, কিভাবে নদীতে পড়ছে আমরা জানি না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ