মানিকগঞ্জ: ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে অধিদপ্তরটি।
সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো বালিরটেক বাজারের কার্তিক স্টোর, রাহিমা স্টোর ও সুজন ভাণ্ডার।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বাজারে অতিরিক্ত দামে ডিম বিক্রির অপরাধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসআইএ