ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বন্দরে গাঁজাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
বন্দরে গাঁজাসহ আটক ৩

নারায়ণগঞ্জ: জেলার বন্দরে অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

তিনি জানান, রোববার (১৩ আগস্ট) বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে বিশেষ কৌশলে তিনটি সিলভারের পাতিলের মধ্যে গাঁজা পরিবহনকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মন্দবাগ বাজারের মৃত আব্দুল লতিফের ছেলে লোকমান (৩৫), একই এলাকার পরেশ চন্দ্র বর্মণের ছেলে আকাশ চন্দ্র বর্মণ (২৪) ও কাইমপুরের আনোয়ার হোসেনের ছেলে মো. সাব্বির হোসেন (১৮)।

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।