ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাচারকালে কক্সবাজারে দালালসহ ৩৪ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, আগস্ট ১৪, ২০২৩
পাচারকালে কক্সবাজারে দালালসহ ৩৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ৩৪ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করা হয়েছে। এ সময় মো. জোবায়ের ও মো. জয়নাল নামে দুই দালালকেও আটক করা হয়।

 

সোমবার (১৪ আগস্ট)পুলিশ জানিয়েছে, এসব রোহিঙ্গাদের বিভিন্ন দেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন নারী, আট জন পুরুষ ও ১৬ শিশু রয়েছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসব দুই দালালসহ এসব রোহিঙ্গাদের আটক করা হয়। রোহিঙ্গাদের বিষয়ে সিদ্বান্ত নেওয়া হচ্ছে। তবে আটক দালালের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করা হবে।  

অভিযানের সময় ফয়সাল নামের আরেক দালাল পালিয়ে যান বলে জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।