ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের দেওয়া কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ এক পরিবারকে দুইদিন পর অবমুক্ত করল থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে ঘটনাস্থলে পৌঁছে এ উদ্ধারকার্য চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়াসহ শতশত গ্রামবাসী।
অবমুক্তের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
তিনি জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিহিংসামূলক প্রতিবেশী এক পরিবারের বাড়িতে কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করেন প্রতিপক্ষের লোকজন। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির চারপাশের কাঁটাতারের বেড়া উচ্ছেদ করে অবমুক্ত করা হয় মালয়েশিয়া প্রবাসী পরিবারকে।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছেন। এসব অপরাধমূলক কাজ ভবিষ্যতে ওই গ্রামে কেউ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত দুইদিন আগে গ্রাম্য দলাদলি নিয়ে প্রতিপক্ষের কাউছার মাতুব্বর, জাকারিয়া মাতুব্বরের পক্ষের মাসুদ মিয়া ও আলী মিয়া তাদের মালিকানা জায়গায় কাঁটাতারের বেড়া দেয়। এতে তার বিপক্ষের প্রতিবেশী সালাম মোল্লার পরিবার ওই কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ হয়। এরপর প্রায় তিনদিন পর প্রশাসনের হস্তক্ষেপে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করে পরিবারকে অবমুক্ত করে পুলিশ-প্রশাসন।
এ ঘটনা নিয়ে "ফরিদপুরে কাঁটা তারের বেড়ায় অবরুদ্ধ ২ পরিবার" শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলানিউজ।
আরও পড়ুন: ফরিদপুরে কাঁটা তারের বেড়ায় অবরুদ্ধ ২ পরিবার
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসএম