ঢাকা: দুই প্রকল্পে বাংলাদেশকে ৪৯ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫ হাজার ৩৬৬ কোটি ৪৮ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসেবে)।
কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে যোগাযোগ সুবিধা সৃষ্টি; গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো উন্নয়নে এ ঋণ দেওয়া হবে।
এ ঋণের মধ্যে ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাসট্রাকচার প্রোগ্রামের আওতায় ৩০ কোটি মার্কিন ডলার ও একটি চলমান রুরাল কানেক্টটিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে ১৯ কোটি ডলার দেওয়া হচ্ছে।
সোমবার (১৪ আগস্ট) নগরীর এনইসি সম্মেলন কক্ষে এ ঋণ প্রদানে বাংলাদেশ সরকার ও এডিবি সঙ্গে চুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণচুক্তিতে সই করেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের ঢাকা অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, প্রকল্প দুটির মধ্যে ইম্প্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাসট্রাকচার প্রোগ্রাম স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প। এই কর্মসূচির মাধ্যমে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই নগরায়ন এবং উন্নত অবকাঠামো ও পরিষেবা নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হবে। কর্মসূচির বাস্তবায়নকাল জুলাই ২০২৩ থেকে জুন ২০২৮ পর্যন্ত। কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে এডিবি সহজ শর্তে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। এ ঋণের সুদের হার ২ শতাংশ। এছাড়া অন্য কোনো চার্জ নেই। ৩৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণটি পরিশোধযোগ্য।
এ ছাড়া রুরাল কানেক্টটিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০১৮ থেকে জুন ২০২৭ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এডিবি অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৯ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এ ঋণের সুদের হার ২ শতাংশ। এ ঋণের অন্য কোনো চার্জ নেই। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে ঋণটি পরিশোধযোগ্য।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
জেডএ/এমজে