ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সীমান্তে বিএসএফের গুলিতে আশিক হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) সকালে ওই উপজেলার লেবুতলা সীমান্তের বর্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আশিক হোসেন লেবুতরা গ্রামের রওশন হোসেনের ছেলে।

যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য হাসানুজ্জামান জানান, সকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যাওয়ার চেষ্টা করেন আশিক হোসেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আশিক হোসেন গুরুতর আহত হন। সেখান থেকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আশিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, আমরা এমন একটা ঘটনার কথা শুনেছি। সেখানে লোক পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।