ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় জঙ্গি আস্তানার সন্ধানে চলছে সিটিটিসির অভিযান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
কুলাউড়ায় জঙ্গি আস্তানার সন্ধানে চলছে সিটিটিসির অভিযান

মৌলভীবাজার: বৃষ্টি উপেক্ষা করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তত্ত্বাবধানে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলগুলোতে চলছে জঙ্গি আস্তানার অনুসন্ধান। সিটিটিসির চৌকস সদস্যদের সঙ্গে রয়েছেন সোমবার আটক হওয়া জঙ্গিরাও।

মঙ্গলবার (১৫ আগস্ট) বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালেক।

তিনি আরো বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের দিকনির্দেশনা এবং তত্ত্বাবধানে চলছে এই কার্যক্রম। গতকাল সোমবার জনতার হাতে আটক ১৭ জন জঙ্গি সদস্যরাও রয়েছেন।

এর আগে সোমবার (১৪ আগস্ট) সকালে কয়েকজন অপরিচিত লোকের কথা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আছকরাবাদ বাজার সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে মৌলভীবাজার ও ফুলতলা যাওয়ার পথে তাদের আটক করেন সিএনজি চালক ও স্থানীয় জনতা। তিনটি সিএনজি অটোরিকশা যোগে ওই এলাকা ত্যাগের সময় জনতা তাদের আটক করেন। একই সময়ে রবিরবাজার এলাকায় চলে যাওয়া একটি অটোরিকশায় জঙ্গি দলের ইমাম মাহমুদসহ তিন জনকে আটক করে। নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার টিম প্রধান জনতার হাতে আটক এই ১৭ জঙ্গির মধ্যে রয়েছেন। তাদের বয়স ২৫-৫০ এর ভেতরে। পরে তাদেরকে কৌশলে ইউনিয়ন কার্যালয়ের ভেতর নিয়ে আসা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকায় আরও জঙ্গি আস্তানা থাকার সন্দেহে আমাদের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।