ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাইবার হামলার হুমকি, কাজ করছে র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
সাইবার হামলার হুমকি, কাজ করছে র‍্যাব

ঢাকা: সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আর এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও (র‍্যাব) কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সাইবার হামলার হুমকি ঘিরে র‍্যাবের কোনো তৎপরতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরাও কিন্তু বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, আমাদের যারা আইটি এক্সপার্ট আছে, তারা এইটা নিয়ে কাজ করছে। আর যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।