ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দেলদুয়ারে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
দেলদুয়ারে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক নিহত প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে কাভার্ডভ্যানের ধাক্কায় জোসন আলী (৩২) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে দেলদুয়ার এলাসিন আঞ্চলিক মহাসড়কের এলাসিন ইউনিয়নের সিংহরাগী শীলবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত জোসন আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামীর একটি কাভার্ডভ্যান বিপরীত দিকে থেকে আসা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।  
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করলে চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।