ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় শ্যুটার গান ও গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
গাইবান্ধায় শ্যুটার গান ও গুলিসহ যুবক আটক

গাইবান্ধা: গাইবান্ধায় দেশীয় একনলা শ্যুটার গান ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

মাসুদ রানা জেলা সদরের উত্তর গিদারী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার টার দিকে গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মারুফ মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এসময় মোটরসাইকেলআরোহী মাসুদ রানাকে থামিয়ে দেহ তল্লাশি করা হলে তার কাছে এ আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। সেই সঙ্গে তার মোটরসাইকেল (হিরো ১২৫ সিসি) ও সিম্ফনি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলা দিয়ে আটক মাসুদ রানাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়েছে।  

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. ইবনে মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), মো. আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেচুর রহমান সরকার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বদরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।