ফরিদপুর: জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ভাবখণ্ড গ্রামে বিষধর সাপের ছোবলে বর্ষণ মহন্ত (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর এই গ্রামের দেবাশীষ মহন্তের ছেলে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ওই কিশোরের মরদেহ স্থানীয় শ্বশ্মান দাহ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৬ আগস্ট) দুপুরে ওই কিশোরের বসত ঘরের মাটির গর্তের ভেতরে পা গেলে বিষধর সাপে ছোবল দেয়। পরে তাকে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রতিষেধক না থাকায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এসআইএ