ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

উত্তরায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
উত্তরায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা: রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে লিমন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিমনের বন্ধু দ্বীপ জানায়, সন্ধ্যার দিকে লিমনসহ ৫ বন্ধু ৯ নম্বর সেক্টরে ঘুরতে যায়। সেখানে তাদের পরিচিত ওবায়দুল নামে একজনের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে হাতাহাতি হয় লিমনসহ আদনান নামে অপর বন্ধুর। হাতাহাতির একপর্যায়ে ওবায়দুল সেখান থেকে চলে যায়।

এর কিছুক্ষণ পরে মমিনুল ও শাহজালাল নামে দুজনকে নিয়ে ওবায়দুল সেখানে উপস্থিত হয়ে লিমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার সময় আদনান বাধা দিলে সে সামান্য আহত হয়। পরে লিমন হাসপাতালে মারা যায়।

লিমনের বাবা আব্দুল খালেক জানান, তারা উত্তরা দলিপাড়া ভূমি অফিস এলাকায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এজেডএস/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।