ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেন দেখে ব্রিজ থেকে লাফ বৃদ্ধের, অতঃপর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
ট্রেন দেখে ব্রিজ থেকে লাফ বৃদ্ধের, অতঃপর 

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন দেখে রেলব্রিজ থেকে লাফ দিয়েও প্রাণে বাঁচতে পারলেন না বৃদ্ধ আব্দুস সালাম (৬৫)। ব্রিজের পিলারের ওপর পড়ে গুরুতর আঘাত পেয়ে মারা যান তিনি।

 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার কৈডাঙ্গা রেলব্রিজে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার পুইবিল গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।  

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আব্দুস সালাম হেঁটে কৈডাঙ্গা রেলব্রিজ পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চলে আসে। প্রাণে বাঁচতে বৃদ্ধ আব্দুস সালাম ব্রিজ থেকে লাফ দেন। কিন্তু নদীর পানিতে না পড়ে ব্রিজের পিলারের ওপর পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

ওসি বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশের। তবুও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দাফনের জন্য মরদেহ নিহতের স্বজনরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।