ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

 বরগুনায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
 বরগুনায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০ দুর্ঘটনাকবলিত বাসটি

বরগুনা: বরগুনার আমতলীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব‍্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল ও বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরের দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে। আহত সবার বাড়ি নারায়ণগঞ্জের সল্পের চর গ্রামের বাসিন্দা।  

আহতদের সূত্রে জানা গেছে, ঢাকার নারায়ণগঞ্জে বন্দর থেকে পরিবার-পরিজন নিয়ে পিকনিক করতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কুয়াকাটা রওনা দেয়। তাদের বহনকারীর সেন্টমার্ট বাসটি আমতলীর ঘটখালী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ৪৫ জন যাত্রীর ২০ জন গুরুতর আহত হন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০ জন হাসপাতালে এসেছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী হাসপাতালে রেফার করা হয়েছে।  

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেকের বরাত দিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তাপু বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আর দুর্ঘটনায় যারা গুরুতর আহত ছিলেন, তাদের পটুয়াখালী ও বরিশাল হাসপাতালে পাঠানোর হয়েছে। এর মধ্যে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জেনেছি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।