মানিকগঞ্জ: জেলার পৌর এলাকায় পৃথক দুটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইন ও গাঁজাসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) সকালের দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর মনিরুল ইসলামের নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ফুটওভার ব্রিজের নিচে যাত্রী ছাউনির সামনে থেকে ইমরুল কায়েসকে ২০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এই দিনে সাব ইন্সপেক্টর মাহফুজ রানা পৃথক আরও একটি অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার সুভাষ মণ্ডলের মুদি দোকানের সামনে থেকে দীপ্ত সরকারকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। দুটি অভিযানে জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৩০ হাজার টাকা।
আটক আসামিদের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআইএ