মাদারীপুর: মাদারীপুরে পানিতে ডুবে রাইসা মনি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিমরাস্তি এলাকায় ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলতে খেলতে ঘরের পাশে থাকা খালে পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ শিশুটিকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে খালের পানিতে শিশুটিকে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআরএস