বান্দরবান: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, রুমা থানায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রুমা বাজার এলাকায় জেলা পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন এসপি সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (প্রশাসন ও অর্থ), রুমা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।
মানবিক সহায়তার মধ্যে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ, ২ কেজি আলুসহ মোমবাতি ও দিয়াশলাই।
যেকোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এসআরএস