ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে আগুন: চলে গেল ছোট্ট রোজাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
কেরানীগঞ্জে আগুন: চলে গেল ছোট্ট রোজাও

ঢাকা: কেরানীগঞ্জ গদারবাদ এলাকায় কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বাবা-মা ও ছোট বোনের পর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তানহা ইসলাম রোজাও (৫) মারা গেল।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

সেসহ কেমিকেল গোডাউনে আগুনের ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাত দিয়ে রোজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা সোহাগের মামাশ্বশুর ফারহাদ হোসেন জনি।

তিনি জানান, রোজার আগে আগুনের ঘটনায় তার বাবা সোহাগ, মা মিনা বেগম ও ছোট বোন তাইবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও তার মেয়ে ইশা আক্তার মারা যায়।

গত সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ গদারবাগ এলাকায় কেমিকেল গোডাউনে আগুন লাগে। এটি ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি সেমিপাকা টিনশেড বাড়িতে। ওই বাড়িতে ভাড়া থাকত সোহাগের পরিবার‌।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।