ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের লড়াই: মোজাম্মেল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের লড়াই: মোজাম্মেল হক

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হক বলেন, দেশকে মিনি পাকিস্তান বানানোর রাজনীতির বীজ বপন করেছে বিএনপি। আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই।

তিনি বলেন, ধর্ম ভিত্তিক রাজনীতি সংবিধানে নিষিদ্ধ ছিল, কিন্তু খুনি জিয়া তা আবার শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে৷ জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের এদেশে রাজনীতি করার বৈধতা থাকা উচিত নয়। জিয়া-এরশাদরা ধর্মের নামে এদেশে যে রাজনীতি শুরু করেছিল, সে শিকড় উপড়ে ফেলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে ধর্ম ব্যবসায়ীদের দমন করতে হবে।

আলোচনা সভায় এ সময় আরও উপস্থিত থেকে আলোচনা করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।

উল্লেখ্য, একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধতা থাকায় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন এরই মধ্যে জানিয়েছে, অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর নির্বাচন হতে পারে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এইচএমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।