ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

সায়দাবাদ টার্মিনালে বাসের ধাক্কায় হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
সায়দাবাদ টার্মিনালে বাসের ধাক্কায় হেলপার নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ টার্মিনালে বাসের ধাক্কায় সুমন (৩৬) নামে এক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হামপাতালে  ভর্তি করেন।

সুমন নোয়াখালী সদর উপজেলায় কালিতারা গ্রামের মো. সায়েদ মিয়ার ছেলে। বর্তমানে মুগদা এলাকায় স্ত্রীসহ এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন। এবং লাল সবুজ বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

রোববার (২০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

লাল-সবুজ বাসের চালক সামছু মিয়া জানান, রাতে সায়দাবাদ টার্মিনালে আমাদের গাড়ির চাকা মেরামত করছিলেন সুমন। এসময় ইকোনো নামে একটি বাস টার্মিনাল থেকে রাস্তায় বের হওয়ার সময় চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ি থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।