ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
জয়পুরহাটে ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ধানশুন্ডা গ্রামে একটি ধানক্ষেত থেকে তৈয়বর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকাল ৯টায় ক্ষেতলাল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত তৈয়বর রহমান শিবপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ভ্যান চালক।

নিহতের বড় ছেলে স্থানীয় ওষুধ বিক্রেতা সেলিম হোসেন জানায়, শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা গ্রামে ভাগিনার বাড়িতে যাওয়ার জন্য থেকে বের হন। এরপর রোববার সকালে ধানশুন্ডা মাঠে ধানক্ষেতে স্থানীয় কৃষকরা ঘাস তুলতে গিয়ে বাবার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে তৈয়বর রহমান বিষপানে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে মূল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।