ঢাকা: কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন এলাকায় নিখোঁজ এক কিশোরীকে রাজধানীর মুগদা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৩।
রোববার (২০ আগস্ট) দুপুর ১২ টার দিকে রাজধানীর মুগদা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৯ আগস্ট কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন উত্তর রমনা এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও কুড়িগ্রাম জেলার চিলমারী থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, উদ্ধার কিশোরী ৯ আগস্ট কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন উত্তর রমনা এলাকা থেকে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয়। কিশোরীর পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে চিলমারী থানায় ১০ আগস্ট একটি সাধারণ ডায়েরি করে।
সেই জিডির প্রেক্ষিতে র্যাব-৩ এর গোয়েন্দা নজরদারিতে রোববার রাতে নিখোঁজ কিশোরীকে রাজধানীর মুগদা এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তরকরা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা আগস্ট ২০, ২০২৩
এসজেএ/এমজেএফ